গত ১, ১৪, ১৬ এবং ১৭ আগস্ট ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, ঢাকা এর নিরাপদ খাদ্য অফিসার জনাব মোছা: রৌশন আরা বেগম এর নেতৃত্বে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্যারের দিক নির্দেশনায় বাগমারা বাজার ও বান্দুরা বাজার এলাকায় মরন চান সুইটস, হারাধন ঘোষ মিষ্টান্ন ভান্ডার, দীপক মিষ্টান্ন ভান্ডার, অভিরাম বেকারী এন্ড কনফেকশনারী, সারা বেকারী কনফেকশনারী, ভাই ভাই হোটেল, সুমনা হোটেল, কাঁচা বাজর, পাইকারি বাজার, খুচরা বাজার ,মুদির দোকান ও সাভার উপজেলার বনফুল এন্ড কো: পরিদর্শন করা হয় এবং দোহার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোবাশ্বের আলম স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্যারের দিক নির্দেশনায় জয়পাড়া বাজার এলাকায় বুলবুল জেলারেল ষ্টোর এন্ড কনফেকশনারী, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রান্নাঘর, চিলি চাইনিজ রেস্টুরেন্ট, জয়পাড়া চাইনিজ রেস্টুরেন্টে, টেস্টি ট্টিট এবং দবির হোটেল পরিদর্শন করা হয়। পরিদর্শনের নিয়ম মোতাবেক রান্নাঘরের পরিবেশ, গুদামঘর (হিমাগারসহ), ফ্রিজে খাবার সংরক্ষণ, ওয়াশরুম, পরিবেশন এলাকা ও খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং আনুষঙ্গিক কাগজপত্র পর্যবেক্ষণ করা হয়। খাদ্যস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাবার প্রস্তুতকরণের জন্য খাদ্য কর্মীদের পরামর্শ, লিফলেট ও পোস্টার প্রদান করা হয়। এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন বাগমারা বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাগমারা, নবাবগঞ্জ, ঢাকা এবং জনাব মো: আনোয়ার হোসেন, দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর, দোহার, ঢাকা ও মো: আবু সাইদ আলামিন, নমুনা সংগ্রহ সহকারী এবং মোহাম্মদ নোমান হোসেন, অফিস সহায়ক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস