Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
monitoring report of September, 2022
Details

গত ০৪, ০৭, ১৪,  এবং ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, ঢাকা এর নিরাপদ খাদ্য অফিসার জনাব মোছা: রৌশন আরা বেগম এর নেতৃত্বে ঢাকা জেলার ধামরাই  উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসাই মোহাম্মহ হাই জকী স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্যারের দিক নির্দেশনায় ধামরাই বাজার ও ধামরাই উপজেলা কমপ্লেক্স এর ভিতরের অফিসার্স ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, রসমেলা চাইনিজ এন্ড রেস্টুরেন্ট, রাজলক্ষী মিষ্টান্ন ভান্ডার, বেলীশ্বর মিষ্টিঘর, মতি পাল এন্ড সন্স, বনফুল ফাস্টফুড, ধামরাই টেস্টি  ট্রিট, রাজ ভোগ ভি আই পি সুইটস, ধামরাই কাঁচা বাজার, ধামরাই খুচরা বাজার, ধামরাই পাইকারি বাজার, এবং সাভার উপজেলার আলী হোটেল এন্ড রেস্টুরেন্ট, ইহান হোটেল এন্ড রেস্টুরেন্ট, ভূতের বাড়ি, জিলিয়ান রেস্টুরেন্ট লিঃ, মোল্লা হোটেল  পরিদর্শন করা হয়। পরিদর্শনের নিয়ম মোতাবেক রান্নাঘরের পরিবেশ, গুদামঘর (হিমাগারসহ), ফ্রিজে খাবার সংরক্ষণ, ওয়াশরুম, পরিবেশন এলাকা ও খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং আনুষঙ্গিক কাগজপত্র পর্যবেক্ষণ করা হয়। খাদ্যস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাবার প্রস্তুতকরণের জন্য খাদ্য কর্মীদের পরামর্শ, লিফলেট ও পোস্টার প্রদান করা হয়। এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা  প্রদান করেন জনাব মো: আব্দুর রহিম মিয়া, দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর, ধামরাই, ঢাকা;  জনাব মো: মোজাম্মেল হোসেন, দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর, সাভার, ঢাকা, জনাব মো: আবু সাইদ আলামিন, নমুনা সংগ্রহ সহকারী এবং জনাব মোহাম্মদ নোমান হোসেন, অফিস সহায়ক,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঢাকা।


Attachments
Publish Date
25/09/2022
Archieve Date
16/09/2030