বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্থায়নে উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, ঢাকা এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন, দোহারের সহযোগীতায় গত ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি. রবিবার, সকাল ১১.০০ টায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতার মামুন, পরিচালক (উপসচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব সৈয়দা পারভীন, দোহার, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোবাশ্বের আলম, উপজেলা নির্বাহী অফিসার, দোহার, ঢাকা। অনুষ্ঠানটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোছা: রৌশন আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এবং ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকগণ। উপস্থিত সকলকে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লাইয়ার, আইনের বই, হাইজিন কার্ড, বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS